• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে শামীমাবাদ থেকে ফেন্সিডিলের চালান আটক

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০
সিলেটে শামীমাবাদ থেকে ফেন্সিডিলের চালান আটক

একুশে নিউজ প্রতিবেদক : সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে ফেন্সিডিলের চালান আটক করেছে পুলিশ। এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ফেন্সিডিলের চালান বহনকারী সিএনজি অটোরিকশা (সিলেট থ-১২-৪৮৮২) জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা’র নেতৃত্বে পুলিশের একটি দল শামীমাবাদ এলাকার ৪নং রোডে এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ সিএনজি অটোরিকশা রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ সিএনজি অটোরিকশা তল্লাশি করে বস্তাবন্দি ২শত বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা তিনি জানান, গোপন তথ্যে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।