• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’র কার্যনির্বাহী কমিটি গঠন

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’র কার্যনির্বাহী কমিটি গঠন

একুশেনিউজ ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের আওতাভুক্ত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘‘প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’’ কুশিঘাট, বুরহানাবাদ, সিলেট এর ২০২১-২০২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।

উক্ত নির্বাচনে সভাপিত পদে দিলোয়ার আহমদ, সহ-সভাপতি মো. জাবরুল হাসান, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, সহ-সাধারণ সম্পাদক মো. টিপু আহমদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল হাফিজ দিলওয়ার, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সহ-ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ফয়েজ আহমদ, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সারওয়ার আহমদ, পাঠাগার সম্পাদক মো. সোয়েব আহমদ, সহ-পাঠাগার সম্পাদক মো. রেজওয়ান আহমদ, ক্রীড়া সম্পাদক বুলবুল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক জনি আহমদ, প্রচার সম্পাদক সাহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক মো. আল-আমীন, অফিস সম্পাদক আফজল আহমদ বারিক, কার্যকরি সদস্যপদে আতাউল করিম মো. আতিকুর রহমান, মো. আব্দুল কাইয়ূম, রায়হান আহমদ, সপন আহমদ পলাশ নির্বাচিত হয়েছেন।

দিনব্যাপি অনুষ্ঠিত উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থার উপদেষ্টা হাজী মো. আব্দুল মালিক মনু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল আহমদ রিপন, কাউন্সিলর ২৪ নং ওয়ার্ড, সংস্থার উপদেষ্টা মো. নুরুল ইসলাম, সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন, সাবেক সভাপতি মো. আব্দুল আহাদ।

এছাড়াও উক্ত নির্বাচনী কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী বাবুল আহমদ, সাবেক সভাপতি ফজলুল হক, হাজী জয়নাল আবেদীন, হাদীউজ্জামান মটন, মুক্তাদির আহমদ মুক্তা, মো. আবুল হাসান, সংস্থার সাবেক উপদেষ্টা আব্দুল লতিফ বুলবুল, জনাব ফারুক আহমদ, এন. শংকর সিংহ, মো. আবুল হোসেন, পিয়ার উদ্দিন পিয়ার, মামুনুর রহমান এনামসহ সংস্থার বিভিন্ন সদস্যগণ।

প্রার্থীগণের জোরালো প্রচারণা আর সংস্থার বিপুল সংখ্যক সাধারণ সদস্যগণের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে সম্পন্ন হওয়া উক্ত নির্বাচনের ফলাফল রাত ৮টায় প্রকাশ করা হয়।

নির্বাচনে বিজয়ীরা এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানান।