• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৪ জানুয়ারি

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৪ জানুয়ারি

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. এমাদুল হক এডভোকেট, সহাকারি নির্বাচন কমিশনার মো. লিয়াকত আলী এডভোকেট ও জয়জিত আচার্য্য এডভোকেট এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরী কক্ষে এবং ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দুপুর ২ টা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য্য করা হয়েছে এবং ঐদিন বেলা আড়াইটায় যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি দুপুর ২ ঘটিকা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে।

৭ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।