• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাইয়ে কালিয়াকূটা হাওরে মাছ ধরতে গিয়ে পিন্টু দাস (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের মৃত যতীন্দ্র দাসে ছেলে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে কালিয়াকূটা হাওরে প্রতিদিনের মতো সহোদর দুই ভাই চিংড়ি মাছ ধরতে গেলে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত পিন্টু দাস ও তার ছোট ভাই ঝন্টু দাস তারা প্রতিদিনের মতো কালিয়াকূটা হাওরে মাছ ধরতে গেলে সেখানে নির্দিষ্ট স্থানে নৌকা না পেয়ে দুই ভাই নৌকা খুঁজতে থাকে।

এক পর্যায়ে নিহত পিন্টু একটু দুরে নৌকাটি দেখতে পায়। নৌকাটি আনতে সাঁতার দিলে নৌকার কাছাকাছি যেতেই সে ডুবে যায়। পাশে থাকা ছোট ভাই ঝন্টুর চিৎকারে হাওরে থাকা জেলেরা তাকে উদ্ধার করে সকাল ৭টায় দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সজল দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা সহোদর দুই ভাই চিংড়ি মাছ ধরতে গিয়েছিল, পরে কালিয়াকুটা হাওরে নৌকা সাঁতার দিতে গেলে সে পানিতে তলিয়ে যায়।