গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে ভাদেশ্বর বাজারে পূর্ব বিরোধের জেরে জসিম উদ্দিন নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর বাজারস্থ সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সুত্রে জান যায়, গোলাপগঞ্জের মীরগঞ্জ বাজারে সিএনজি স্ট্যান্ড নেওয়াকে কেন্দ্র করে ভাদেশ্বর ও মীরগঞ্জ বাজারের সিএনজি অটো রিক্সা চালকদের মধ্যে দীর্ঘদিন হইতে এ বিরোধ চলিয়া আসিতেছে। স্থানীয়রা বিষয়টি মিমাংসা করার জন্য উভয় পক্ষকে বললে বিষয়টি সমাধান না হওয়ায় ঘটনার দিন মীরগঞ্জ বাজারের স্ট্যান্ডের ড্রাইভাররা মিলে এ অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে। ঘটনার সময় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভাদেশ্বর স্ট্যান্ডের সভাপতি জনাব শামীম আমাদের ভাতিজা জসীম উদ্দীন গুরুতর আঘাতপ্রাপ্ত হইলে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
এ ঘটনায় ১৯ নভেম্বর রাত্রে নিহত জসীম উদ্দীনের চাচা শামীম আহমদ বাদি হয়ে গোলাপঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫৬/২০২০, তারিখ: ১৯/১১/২০২০ ইং। মামলার আসামীরা হলেন, মছব্বির আহমদ, হাসিম আলী, মামুন আহমদ, তাজ উদ্দিন, জাবেদ আহমদ, তোফায়েল, মঞ্জুর রহমান, জাহাঙ্গীর হোসেন, রাজিব আহমদ, কাইয়ুম আহমদ, ইকরাম আলী, নজরুল ইসলাম, জাফর মিয়া।
ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, মীরগঞ্জ বাজারে সিএজি স্ট্যান্ডে ড্রাইভাররা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302