একুশে নিউজ ডেস্ক:: ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান আবু ফয়েজ খাঁন বলেছেন, সিলেটের সাথে আমার আত্মার সম্পর্ক। সিলেট আমার সেকেন্ড হোম। সিলেট নিয়ে আমার দু চোখ ভরা স্বপ্ন। সবাইকে রোটারি এবং ডিস্ট্রিক্ট ৩২৮২-কে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি আমরা ছত্রভঙ্গ থাকি, ঐক্যবদ্ধ না হই, তবে আমাদের কোনো কাজ’ই সঠিকভাবে সম্পন্ন হবে না। সবাই মেম্বারশীপের প্রতি যত্মবান হোন, নিজেদের মধ্যে কমিউনিকেশন বিল্ড-আপ করুন।
সিলেটের সকল রোটারি ক্লাব সমুহের যৌথ উদ্যোগে আয়োজিত সংর্বধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃস্পতিবার রাতে সিলেট ষ্টেশন ক্লাবের ব্যানকুয়েট হলরুমে প্রোগ্রাম চেয়ার পিপি মাসুদ আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক ট্রেইনার ২০২১-২২ পিডিজি এম আতাউর রহমান পীর। প্রি পেটস ট্রেনিং চেয়ার পিপি হানিফ মোহাম্মদ, চট্টগ্রাম থেকে আগত পিপি মাহফুজুল হক, পিপি সামিনা ইসলাম, রোটারিয়ান মোশারাত শারমিন ও রোটারিয়ান দিদারুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. জাকারিয়া হোসেন, পিপি ডা: আব্দুস সালাম,পিপি এ এইচ এম ফয়সল আহমদ, পিপি সেলিম খান,পিপি মিজানুর রহমান ও রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান।
ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্টকে ফুল দিয়ে বরন করেন পিপি সামসুল আমিন রাকী, পিপি ফয়সল করিম মুন্না পিপি সামিনা ইসলাম, সিপি ওয়াদুদ আল মামুন্, রোটারিয়ান ইকবাল হোসেন, পিপি কামারুজ্জামান মাসুম, রোটারিয়ান সাহিদা তালুকদার, রোটারিয়ান তানিয়া সুলতানা। কোরআন তেলাওয়াত করেন রোটা. এমাদ আহমদ রবি। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটা. তানভীর আহমদ চৌধুরী। অতিথি শিল্পিদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর ইলেক্ট (২০২১-২০২২) রোটারিয়ান আবু ফয়েজ খাঁন চৌধুরী’র সম্মানার্থে গ্র্যান্ড রিসিপশন বিকেল ৪টায় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। সঙ্গীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় শিল্পী আইডল ইমন, সুরাইয়া আক্তার পিংকি, আরহী ও পিপি সামিনা ইসলাম। র্যাফেল ড্র পরিচালনা করেন রেজিষ্ট্রেশন চেয়ারম্যান পিপি সামসুল আমিন আমিন রাকী ও রোটারিয়ান ইকবাল হোসেন। র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইপিডিজি আতাউর রহমান পীর ও গভর্নর ইলেক্ট আবু ফায়েজ খান চৌধুরী সর্বশেষ নৈশভোজের মাধ্যমে অনুস্টানের পরিসমাপ্তি ঘটে।
এসএ