• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে মাদক ও বিদেশি রিভলবারসহ গ্রেফতার ১

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২০
সিলেটে মাদক ও বিদেশি রিভলবারসহ গ্রেফতার ১

একুশে নিউজ প্রতিবেদক :: শহরতলীর টুলটিকর এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২০ রাউন্ড গুলি, ৩৭৫ পিস ইয়াবা, গাজা, একটি পুলিশের হ্যান্ডকাপ ও সিলমোহর জব্দ করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯।

র‍্যাব-৯ এর এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে র‍্যাব-৯ এর একটি চৌকস আভিযানিক দল টুলটিকরের মীরাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কারবারি রুমন খান (৩২)-কে গ্রেফতার করে র‍্যাব সদস্যারা। তিনি মীরাপাড়া বটতলার জমশেদ খানের ছেলে। আটকের সময় তার হেফাজতে থাকা একটি বিদেশি রিভলবার, ২০ রাউন্ড গুলি, ৩৭৫ পিস ইয়াবা, গাজা, একটি পুলিশ হ্যান্ডকাপ ও বেশকিছু সিলমোহর জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

গ্রেফতারকৃত ব্যক্তি ও আলামত শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন।