• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

পাঠানটুলা থেকে যুবকের মরদেহ উদ্ধার, তরুণী আটক

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
পাঠানটুলা থেকে যুবকের মরদেহ উদ্ধার, তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে পাঠানটুলার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিফতাহুর রহমান (৩৫) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলী গ্রামের মতিউর রহমানের ছেলে।

এসময় এক তরুণীেক আটক করা হয়। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা গণমাধ্যমকে বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। একই সাথে ঘটনাস্থলে থাকা এক তরুণীকে আটক করেছি। ওই তরুণী সম্প্রতি মায়ের সাথে সিলেটে আসে। তরুণীর মা তাকে ছেলের কাছে রেখে চলে যায়।

সবশেষ শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে দুজন দুই রুমে চলে যায়। মেয়েটি একরুমে বসে ব্লেড দিয়ে হাত কাটছিলো। আর ছেলেটি গলায় ফাঁস দেয় বলে জানিয়েছে তরুণী। এরপর তরুণী দ্রুত এসে ছেলেটিকে নামিয়ে ফেলে। পুলিশ মরদেহ নামানো অবস্থায় পেয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, বর্তমানে আত্মহত্যার প্ররোচণা দেয়ার অভিযোগে তরুণীকে আসামি করে মামলা দায়ের করা হচ্ছে।