• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগনকে ধোঁকা দিচ্ছে: ওবায়দুল কাদের

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগনকে ধোঁকা দিচ্ছে: ওবায়দুল কাদের

একুশে নিউজ ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্টিত হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগনকে ধোঁকা দিচ্ছে। বিএনপি নিজেদের বহুদলীয় গণতন্তের ফেরিওলা দাবি করলেও তা শুধু প্রচারনায় আছে।

আজ রবিবার কক্সবাজারের পেকুয়ার একতা বাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ২৩ কিলোমিটার সড়কের নির্মান কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এসময় কক্সবাজারের পেকুয়া স্টেডিয়ামে ২২ নভেম্বর দুপুরে অনুষ্টিত সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে ৩ হাজার নারী পুরুষ অংশ নেন।
এ প্রান্তে ছিলেন,কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সড়ক জনপদের অতিরিক্ত প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, তত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান বিপিএম, সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, ই: লে: সামিউর রহমান খান প্রমুখ।

পরে মন্ত্রী ৩৬১ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ প্রান্তে অতিথিরা মোনাজাতে অংশ নেন।