• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা সুজনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা সুজনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর

ডেস্ক রিপোর্ট::
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সুজন মিয়ার বিশ্বনাথের মঙ্গলগিরী গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় দলবদ্ধ হয়ে এই হামলা চালানো হয়। তাদের হামলায় গুরুতর ভাবে আহত হন মোঃ সুজন মিয়ার মা মোছাঃ মায়ারুন নেছা। আহত সুজনের মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হামলার বিষয়ে সুজনের নিকটতম এক আত্মীয় বলেন, পরিকল্পিত পূর্ব বিরোধের জের ধরেই ছাত্রলীগ নেতা হেলাল মিয়ার নেতৃত্বে এ হামলা হয়েছে। উল্লেখ্য; ছাত্রদল নেতা মো. সুজন মিয়া হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী হয়ে দেশ পলাতক আছেন।