একুশে নিউজ প্রতিবেদক:: মৌলভীবাজার জেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে ২০টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি যারা মাস্ক পরিধান করেননি তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানে মোট ৩৯৩ টি মামলায় ৯৩ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচিও পালন করা হয়। সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ।
জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
প্রতিটি উপজেলা ও জেলা শহরে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302