একুশে নিউজ প্রতিবেদক:: নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহনে কমিউনিটি মোবিলাইজেশন সোমবার (২৩ নভেম্বর) সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নে পূর্ব চেীকিদেখী কুমিলা লাইনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
ব্যাক ডিভিশনাল ম্যানেজার (পিএসইউ) রিপন চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে ও ব্যাক জেলা ব্যবস্থাপক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মুহাম্মদ কায়েম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সুজনের সভাপতি ও যৌন হয়রানী নিমূলকরণ নেটওয়ার্ক আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী, ফটো সাংবাদিক ইউসুফ আলী, সংরক্ষিত মহিলা সদস্য টুকের বাজার ইউপি দিপালী গোয়ালা, ইউপি সদস্য রং বাহাদুর জুট, পুষ্পাঞ্জলীর সভাপতি সুভাষ দেবনাথ, সাবেক সভাপতি দক্ষিণ সুরমা এপেক্স ক্লাব জি.ডি রুমো, পুষ্পঞ্জলীর সাধারন সম্পাদক রনি পাল, পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কুমার নাথ, বীর মুক্তিযুদ্ধা অনন্ত দাশ মন্টু, সাধারন সদস্য মাসুম আহমদ, ব্যাক কর্মসূচী সংগঠক শ্যামল শর্মা, মাঠ সংগঠক বিউটি রায়, মাঠ সংগঠক হাকিমূল ইসলাম, কমিউনটির সর্বস্থরের নারী পুরুষ কিশোর কিশোরী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নারীদের ক্ষমতায়ন করতে হলে অবশ্যই আয় বৃদ্ধিমূলক যেমন, সেলাই, বুটিক প্রশিক্ষক গ্রহন করলে সংসারে আয় বৃদ্ধি পাবে এবং নারীর প্রতি পুরুষেরা সম্মান দেখাবে এবং সংসারে যোগ্যতা বৃদ্ধি পাবে, সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠন ভিত্তিক আয় করার জন্য ব্যবস্থা করতে হবে। নারী শিশু নির্যাতন বন্ধে পুরুষের ভাইয়েরা এগিয়ে আসতে হবে। সবাইকে পারিবারিক সহিংসতা রোধে একযোগে কাজ করতে হবে। সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। সবশেষে নারী সহিংসতা বন্ধে সকলের সচেতনতার কোন বিকল্প নেই।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302