ডেস্ক রিপোর্ট::
সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াছ আলী নিখােঁজ হওয়াকে কেন্দ্র করে গত ২০১২ সালের ১৭ এপ্রিল দেশব্যাপী হরতালের সমর্থনে বিশ্বনাথেও হরতাল পালিত হয়। হরতাল চলাকালে এলাকায় রক্তক্ষয়ী তান্ডব ঘটে। এসময় হরতাল সমর্থনকারীরা সরকারী বিভিন্ন অফিসে হামলা করে ব্যাপক ক্ষতিসাধন করে।
তাদের হামলায় ৩ জন লোক নিহত হন। এ নিহতের ঘটনায় মামলা দায়ের করা হলে দীর্ঘ শুনানির পর গত ২৩ নভেম্বর রায় প্রদান করা হয়। বিশ্বনাথ থানার মামলা নং ৪০৯(০৪)২০১২, তারিখ: ১৭/০৪/২০১২ইং।
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩০২ ধারায় বিভিন্ন মেয়াদে সাজা, জরিমানা প্রদান করেন এবং অপরাধ প্রমানিত না হওয়ায় তেইশজন অভিযুক্তকে বেখসুর খালাস প্রদান করেছেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক এ কে রাশেদুজ্জামান রাজা আদালতে এ রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, (১) মো: লিলু মিয়া, পিতা-মৃত ছৈয়দ উল্লাহ, সাং অলংকারী (২) মো: জালাল উদ্দিন পিতা-মৃত হাজী আমতর আলী, সাং ভোগশাইল (৩) মো: নিজাম উদ্দিন সিদ্দিকি পিতা-মৃত আসদ্দর আলী, সাং তেলিকেনা (৪) মো: রকিব হোসেন ধলা মিয়া পিতা-মৃত হাজী জমির হোসেন, সাং ভুরকী (৫) হাজী সুরুজ আলী (৫৫) পিতা-মৃত রোয়াব উল্লাহ, সাং কারিকোনা, (৬) আনোয়ার পিতা: আহমদ আলী, সাং তলবপুর (৭) সানোয়ার পিতা-মৃত আখলু মিয়া, সাং রহিমপুর (৮) মুবিহুর রহমান পিতা-মৃত আব্দুর রহমান, সাং রহিমপুর (৯) আঙ্গুর আলী পিতা: সৈয়দ আলী, সাং বেতসান্দি (১০) লুৎফুর রহমান পিতা-মৃত ইছবর আলী, সাং বেতসান্দি (১১) মো: সামাদ মিয়া পিতা: আকছির আলী, সাং বন্ধুয়া (১২) জালাল উদ্দিন পিতা: আব্দুল করিম, সাং বন্ধুয়া (১৩) আবুল কালাম পিতা: বুরহান উদ্দিন, সাং মির্জারগাও (১৪) সিরাজ মিয়া পিতা: মৃত সাজিদ আলী, সাং আতপুর (১৫) কামাল মিয়া পিতা: তহুর আলী, সাং জানইয়া (১৬) মনির উদ্দিন পিতা: সুরুজ আলী, সাং চানশিরকাপন (১৭) মছব্বির পিতা: সজ্জাদ, সাং টেংরা (১৮) মালিক ময়দার পিতা: ওয়াব মিয়া, সাং রাউতেরগাও (১৯) হাসিব পিতা: মসন্তরস আলী, সাং ছোট দিঘলী সুলেমাননগর (২০) বাবুল মিয়া পিতা: হাবিবুর রহমান, সাং বুরকী (২১) মাসুক মিয়া মখলিছ আলী, সাং মান্দাবাজ, সর্বথানা বিশ্বনাথ জেলা: সিলেটদ্বয়কে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ১৪৭/১৪৮/১৪৯/ ১৮৬/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩০৭/৩০২/৪৩৬/৩৭৯/৪২৭/৪১১ দ: বি: ধারায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্থ করে ১৪ (চৌদ্দ) বছর করে সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে আরো অতিরিক্ত ০৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এজাহার বর্ণিত আসমী (২২) জয়নাল উদ্দিন (৩২) পিতা: হাজী সুরুজ আলী, সাং কারিকোনা (২৩) ফিরুজ মিয়া পিতা: হুমেন, সাং হরিপুর (২৪) সিরাজ উদ্দিন পিতা: গউর মিয়া, সাং নোয়াগাও (২৫) নুরুজ আলী পিতা: ওয়াজিদ আলী, সাং মুন্সিরগাও (২৬) নুর মিয়া পিতা: ওয়াসন আলী, সাং মঙ্গলগির (২৭) ইদ্রিছ আলী পিতা: মজর আলী, সাং মুন্সির গাও (২৮) ঝুনু মিয়া পিতা: মৃত ধন মিয়া, সাং রামপাশা (৩০) নুর উদ্দিন পিতা: মৃত সাজ্জাদ মিয়া, সাং জানাইয়া (৩১) মো: রুমেল মিয়া (১৮) পিতা: হাজী সুরুজ আলী, সাং কারিকোনা (৩২) ফয়জুল ইসলাম পিতা: বশির মিয়া, সাং শেখের গাও (৩৩) ফারুক আহমদ পিতা: আব্দুল মান্না, সাং মুন্সিরগাও (৩৪) ফুছন আহমদ পিতা: আলখাছ উদ্দিন, সাং লতিপুর (৩৫) ফয়ছল আহমদ পিতা: আব্দুস ছাত্তার, সাং কামালপুর (৩৬) কাউছার খান পিতা: মুসলিম খান, সাং গড়গাঁও (৩৭) শেখ ফরিদ পিতা: মৃত আব্দুর রহিম, সাং রাজনগর (৩৮) ফ্রাুক আহমদ পিতা: মছদ্দর আল, সাং মীরের গাঁও (৩৯) কিনু মিয়া পিতা: তমজুল আলী, সাং খাজাঞ্চি রামপুর (৪০) ফয়জুর রহমান পিতা: মৃত চান্দ আলী, সাং ছনখাড়িগাঁও (৪১) ফজলু মিয়া পিতা: তছিল মিয়া, সাং মনোকোপা (৪২) বাবুল মিয়া পিতা: মন্তাজ আলী, সাং মনোকোপা (৪৩) চেরাগ আলী পিতা: আব্দুল জব্বার, সাং আলমনগর (৪৪) দিলোয়ার হোসেন পিতা: আক্রম আলী, সাং মনোকোপা (৪৫) আমির আলী পিতা: সৈয়দ আলী, সাং বেতসান্দি (৪৬) আব্দুল হামিদ পিতা: মৃত করিম আলী, সাং শ্রীদরপুর (৪৭) আব্দুল মুমিন পিতা: আব্দুর রব, সাং কাউপুর (৪৮) নজির আলী পিতা: আনফর আলী, সাং শ্রীদরপু (৪৯) জাহান পিতা: বাতির আলী, সাং শ্রীধরপু (৫০) মুসলিম পিতা: মৃত রহিমউল্লাহ, সাং জানাইয়া (৫১) ছোয়াদ পিতা: মৃত ইসহাক আলী, সাং জানাইয়া (৫২) ইউনুস আলী পিতা: ইরফান আলী, সাং জানাইয়া (৫৩) ইরন মিয়া পিতা: মানিক মিয়া, সাং জানাইয়া (৫৪) আকবর আলী (৪৫) পিতা: মৃত হারিছ আলী (৫৫) ইসবর আলী (৫০), পিতা: মৃত হারিছ আলী, (৫৬) সােহেল মিয়া (২৬), পিতা মাে: আব্বাছ আলী (৫৭) জুয়েল মিয় (১৮), পিতা মাে: আকরাম আলী, সর্বসাং জানাইয়া (৫৮) রমজান আলী (৩০), পিতা মৃত মােবারক আলী সাং-দুর্যাঅকাপন (৫৯) আব্দুল করিম কবির (২০), পিতা মৃত আ: হাশেম, সাং অলংকারী থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট (৬০) মাে: খসরু (১৮), পিতা মৃত আবির মিয়া সাং ঢলমাউল থান ও জেলা হবিগঞ্জ বর্তমানে সাং লিলু মিয়া চেয়ারম্যানের বাড়ী অলংকারী, থানা বিশ্বনাথ, জেলা সিলেট (৬১) মইন উদ্দীন (২৮), পিতা খলিল উল্লা সাং তেলিকোনা (৬২) শফিক উদ্দিন (২৫), পিতা মৃত আছদ্দর আলী সাংতেলিকোনা, (৬৩) মে: বাবুল মিয়া (২২) পিতা মাে: আলাউদ্দিন সাং ভােগশাইল (৬৪) আলতাব (১৯), পিতা তােফায়েল হােসেন দুদু মিয়া সাং ভােগশাইল। (৬৫) আলতাব (১৯), পিতা তােফায়েল হােসনে দুদু। মিয়া সাং ভােগশাইল (৬৬) মাহমুদ হােসনে (২০), পিতা তােফায়েল হােসেন দুদু মিয়া সাং ভােগশাইল (৬৭) জসিম উদ্দীন (২০), পিতা আলা উদ্দীন সাং ভােগশাইল সর্ব থানা-বিশ্বানাথ, জেলা সিলেট (৬৮) মােশাহিদ আলী (৬৭) পিতা-মৃত মাে: সিদ্দিক আলী সাং নতুন বাজার (৬৯) আবুল কালাম কছির (৬০), পিতা মৃত হাজী ইলিম উল্লাহ সাং বাওনপুর (৭০) মাে: রইছ আলী (৪৫), পিতা-মৃত হাজী মদরিছ আলী সাং রাজনগর (৭১) মাে: আলী হােসেন (২৪) পিতা-মাে: জালাল উদ্দিন মধু মিয়া, সাং শাহ ইউসুবপুর, মাষ্টারবাড়ী, (৭২) মাে: দেলােয়ারা খান (৩০), পিতা হাজী সােলেমান খান, সাং বড় খুরমা (৭৩) গুলজার খানা (২৬) পিতা হাজী সােলেমান খান, সাং বড়খুড়মা, সর্বৰ্থানা-বিশ্বনাথ সিলেট (৭৪) হুশিয়ার আলী (৩৫) পিতা সিকান্দর আলী সাং খাইয়াখাই দয়ামীর (ইউপি) থানা ওসমানীনগর, জেলা-সিলেট (৭৫) শফিক মিয়া (৪৫) পিতা হারুনুর রশিদ, সাং জানাইয়া (৭৬) আমীর উদ্দিন (৩২), পিতা হারুনুর রশিদ সাং জানাইয়া (৭৭) মাে: মারফত (৪৫) পিতা-মৃত ইজ্জত উল্লা সাংজানাইয়া (৭৮) মাে: হাশেম (২৫) পিতা-মৃত শফিক মিয়া সাং- লালাবাজার নােয়াগাও থানা দক্ষিন সুরমা এসএমপি, সিলেট বর্তমানে শ্বশুর আরশ আলীর বাড়ী থানা জানইয়া খানা বিশ্বনাথ (৭৯) নেছার আহমদ (৩০) পিতা মাে: গৌছ উদ্দিন সাং- জমশেরপুর আমতৈল, (৮০) মনির মিয়া (৪৭) পিতা হাজী আব্দুল লতিফ সাং ছনখারীগাও (৮১) কলমদর আলী (৪৭) পিতা সফর আলী সাং- কারিকোনা (৮২) মাে: আমজাদ হােসেন & আমজাদ আলী (২৫), পিতা মৃত আক্ৰম আলী সাং মােল্লারগাও (৮৩) মাে: মিজানুর রহমান (২৩) পিতা হাজী আকমল আলী সাং মােল্লারগাও (৮৪) মাে: মিজানুর রহমান (৩২) পিতা হাজী আকমল আলী সাং মুক্তির গাও, (৮৫) ফয়জুল (৩৫), পিতা মৃত ইদ্রিছ আলী, সাং- কাদিপুর দেওকলস, (৮৬) আ: কাদির (৩২) পিতা হাছন নূর সাং- বিশঘর (৮৭) ফিরােজ মিয়া (৩০), পিতা হাজী উস্তার আলী সাং সুড়িখাল, সৰ্বৰ্থানা: বিশ্বনাথ, জেলা: সিলেটকে উক্ত ধারায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্থ করে ১০ (দশ) বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা অনাদায়ে আরাে অতিরিক্ত ০৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এবং (৮৮) কয়েছ (৩০), পিতা মৃত আজমান আলী সাং মীরেরচক, (৮৯) ফরিদ উদ্দিন (৩০) পিতা গৌছ উদ্দিন সাং সৈয়দপুর সদুরগাও (৯০) আরীম উদ্দিন (২৩) পিতা আসাব উদ্দিন, সাং- রামপাশা (৯১) তাজুল (৩০) পিতা আনকার মিয়া সাং-পাঠাকইন মনােহরপুর (৯২) হারিছ আলী (২৮) পিতা-মৃত মফিজ আলী সাংরহিমপুর (৯৩) মােস্তফা (৪০), পিতা-মৃত চমক আলী সাং- হােসেনপুর (৯৪) ইব্রাহিম (৩৫) পিতা-মৃত সমস্বর আলী সাং-রামপাশা (৯৫) মােসাব্বির হােসেন (৩৫), পিতা মৃত মােমাহিদ আলী সাং- আতাপুর সর্ব থানা বিশ্বনাথ, জেলা সিলেট (৯৬) মনির (৫৫) পিতা মৃত তছদ্দর আলী সাং- বরণি (৯৭) রেদওয়ান আহম্মেদ (২৪) পিতা তৈয়বুর রহমান সাং- কেশবপুর লামাকাজী (৯৮) আ: বাছিদ (২০) পিতা খােরশেদ আলী সাংসাঙ্গিরাই লামাকাজী (৯৯) কাচা মিয়া (২০) পিতা আব্দুলা সাং- সাঙ্গিরাই বিদ্যাপতি (১০১) আব্দুল কাইয়ুম (৫০), পিতা মৃত ইসলাম উদ্দিন, সাং- ছত্রিশ (১০২) শামীম আহম্মেদ (২৫) পিতা আব্দুল ওয়াহিদ, সাংবেতসান্দি (১০৩) হাবিব মেম্বার (২৫), পিতা রইছ আলী সাং-বেতসান্দি (১০৪) স্বপন (২৩) পিতা কবির উলা, সাং রামপাশা (দক্ষিন পাড়া) (১০৫) আ: নুর | (৬০), পিতা মৃত হরমুজ আলী সাং- রামপাশা (১০৬) আমিরুল ইসলাম (৩০) পিতা-মৃত ফিরােজ আলী সাংগুয়াহরি (১০৭) রজব আলী (২৬) পিতা-মৃত ছমেদ আলী @ হাতি মিয়া সাং কাটলিপাড়া (১০৮) কাউছার আহম্মেদ (৩৫), পিতা হাজী আলতাব আলী সাং- ছত্রিশ (১০৯) মাে: রিয়অকত আলী (৪২) পিতা-মৃত মনফর আলী সাং-ছত্রিশ (১১০) শামীম আহমেদ (৩০), পিতা মাে: তজম্মুল আলী সাং-মিয়াজানেরগাঁও (১১১) শাহিন (৩৫), পিতা মৃত নুরুল ইসরঅম সাং- সৎপুর (১১২) আলী আহম্মেদ (৩০), পিতা চেরাগ আলী সাং জাগিরওয়ালা (১১৩) আ: সহিদ (২৮), পিতা মৃত আ: মুছাব্বির সাং-সৎপুর (১১৪) আ: লতিফ (৩০), পিতা আ: নুল সাং- কাজিরগাও (১১৫) আশরাফ (২৪), পিতা আজাদ মিয়া সাং- খাজাঞ্চিগাও লামাকাজি, (১১৬)। আবুর হােসেন(৪২) পিতা সাদ উল্লা সাং আলমনগর মুন্সিরবাজার (১১৭) আলাল (২৫), পিতা মৃত ফয়জুর রহমান সাং পাখিছিড়ি (১১৮) খফরুল হােসেন কয়েছ (৪০) পিতা আব্দুল গণি সাং- বড়তলা (১১৯) বশির আহমদ (৪২), পিতা মৃত আরকান আলী সাং- নরশিংপুর (১২০) আব্দুল ওদুদ আজাদ (৪৫), পিতা মৃত ছােয়াব আলী সাং- পািঠাকরা (১২১) আলতাব মেম্বার (৪৫), | পিতা মৃত ছবরু মিয়া সাং- লালটেক পশ্চিম হাটি (১২২) ওয়তিউর রহমান আতিক (৩৫), পিতা-মৃত আ: করিম সাং- মাহতাবপুর (১২৩)শফিক আহমদ(৫৫), পিতা হাবিবুর রহমান সাং ভুরকি (১২৪) কয়েছ আহমদ লিলু (৪০), পিতা মৃত আপ্তাব আলী সাং- আতাপুর (১২৫) সেবুল (৪০), পিতা তেরা মিয়া সাং- সােনাপুর (১২৬) আনােয়ার হােসেন (৩৮), পিতা আমির আলী সাং হামজাপুর (১২৭) হেলাল আহমদ(৩৫), পিতা-মৃত আ: গনি সাং- মাহতাবপুর (১২৮) ফজলুর রহমান। (৪০), পিতা মৃত আঃ মন্নান সাং আমেরগাও (১২৯) সামাদ (২৮) পিতা হাজী আঃ বারী সাং- লালটেক (পূর্বহাটি) (১৩০) জুবের আহমদ(২৫) পিতা আজাদ মিয়া সাং-রামপাশা (১৩১) কয়েছ সিকদার (৩২), পিতা তাবির সিকদার সাং- কাউপুর (১৩২) আনিছুজ্জামান খান (৩৫) পিতা মৃত: আজমান খান সাং নধার পূর্ব পাড়া (১৩৩) সােহেল (৩০), পিতা মৃত তােতা মিয়া সাং- বিশ্বনাথের গাও (১৩৪) মতছির আলী পিতা মৃত মনসুর আলী সাং- চরচান্ডি (১৩৫) ইমাম উদ্দিন (২৮), পিতা মৃত ছালিম উল্লা সাং দশঘর নােয়াগাও (১৩৬) ছামির উদ্দিন (৩৫), পিতা জালাল উদ্দিন সাং-দশঘর নােয়াগাও (১৩৭) জাকির(২৬), পিতা ইলাছ আলী সাং- দশঘর নােয়াগাও (১৩৮) মারুফ আহমদ মাসুম (৩৭) পিতা মৃত রাে মিয়া সাং- পুরাতন সৎপুর (১৩৯) সামছু মিয়া (৪৪), পিতা মৃত মন্তাজ উদ্দীন সাং ইসবপুর (১৪০) আ: লতিফ (২৭), পিতা| মােজেফর আলী সাং- বন্দুয়া (১৪১) মাে: মানিক মিয়া (৫০), পিতা মৃত তইর মিয়া সাং সরােয়ালা (১৪২)
আলকাছ মিয়া (৪৫), পিতা মৃত আব্দুল বারি সাং| অলংকারী (১৪৩) ফাহাদ (৩০), পিতা কবির উদ্দীন | সাং বিশ্বনাথের গাঁও (১৪৪) ফয়জুল, পিতা-মৃত ইদ্রিছ
আলী, সাং কাদিপুর (১৪৫) আব্দুল কদির, পিতাহানাছান নুর, সাং বিশঘর-উক্ত ধারায় তাদের। প্রত্যেককে দোষী সাব্যস্থ করে ০৭ বছর করে সশ্রম। কারাদন্ড এবং ৩০,০০০/- জরিমানা অনাদায়ে আরাে। অতিরিক্ত ০৩ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। তেইশজনকে আসামীদেরকে মামলায় জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় বেখসুর খালাস প্রদান করেন।