স্টাফ রিপোর্টার : সিলেটে আওয়ামী উন্নয়ন অগ্রযাত্রা সমাবেশে হামলার অভিযোগ ওঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় উভয়পক্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ (২৪ নবেম্বর) দুপুরে সিলেটে কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন অগ্রযাত্রা সমাবেশ চলছিল হঠাৎ করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এসময় দলীয় নেতাকর্মী ও পথচারীরা দিকবেদিক ছুটতে থাকেন। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী ও পথচারী আহত হন। আওয়ামী লীগের অভিযোগ এই হামলার সাথে যারা জড়িত তারা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে বিএনপি নেতাদের দাবি এই ঘটনার সাথে তাদের কোনো কর্মী সম্পৃক্ত নয়।
এঘটনার সাথে সাথেই সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ ইকবাল আহমদ চৌধুরী বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে ৫/৬জনকে অজ্ঞাত রেখে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
এতে প্রধান আসামি করা হয় সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে।
এ মামলার আসামিরা হলেন, ১। রবিউল ইসলাম (৪৫), (সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি), পিতা- মোঃ আলা উদ্দিন, সাং- আটগাঁও খেওয়া, খাদিমনগর, থানা- শাহপরান (রহঃ), জেলা- সিলেট। ২। তাহমিদ রশিদ (৩০), পিতা- মিজানুর রশিদ চৌং, সাং- ২১৫ পড়শী কেওয়াপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ৩। স্বপন প্র: ব্লাক স্বপন (২৪), পিতা- সিরাজ মিয়া, সাং- আরামবাগ, ১৩ নং বাসা, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট। ৪। মোঃ খায়রুল ইসলাম (৪০), পিতা- আব্দুল কুদ্দুছ, সাং- বহরগ্রাম, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, ৫। হারুন (৩৫), পিতা- লুৎফুর রহমান, সাং- হাজারীভাগ, শাহী ঈদগাহ, অনামিকা বি/১৬, থানা- শাহপরান (রহঃ), জেলা- সিলেট। ৬। মুনিম (২৮), পিতা- এম.এ. খান, সাং- টিভি গেইট, থানা- শাহপরান (রহঃ), জেলা- সিলেট, ৭। শিমু (৩৪), পিতা- জামিলুর রহমান, সাং- ঝরনারপাড়, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ৮। মোঃ আজাদ আহমদ চৌধুরী (৪০), পিতা- হাছানুর রহমান চৌধুরী, সাং- আমকোনা, থানা- গোলাপগঞ্জ, জেলাসিলেট, ৯। আবুল কালাম (৩০), পিতা- রাকিব আলী, সাং- ০৪ মিতালী আ/এ, ভার্থখলা, থানা দক্ষিণ সুরমা, জেলা- সিলেট। ১০। বদরুল (২৮), পিতা- কুতুব উদ্দিন, সাংপিরোজপুর, লাউয়ার, থানা-দক্ষিণ সুরমা।
বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্ত কর্মকর্তা শামছুজ্জামান।