স্টাফ রিপোর্ট::
বিশ্বনাথের লামাকাজি এম.এ খান সেতুতে সন্ত্রাসীদের হামলায় সোলেমান আলী নিহতের মামলার রায় প্রদান করেছেন আদালত। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রায় প্রদান করেন সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আখলাকুল আম্বিয়া।
রায়ে ৮ জনকে যাবজ্জীবন, ৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২ জনকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কিরন মিয়া, শাহ আসাদ উদ্দিন, জুবের আহমদ, খসরু মিয়া, জুনেদ আহমদ, আওলাদ আহমদ, মোহাম্মদ আজিম উদ্দিন, আতাউর রহমান। ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, জুবের আহমদ ও জুনেদ আহমদ। হত্যার সাথে সম্পৃক্ত না থাকায় ফজলু মেম্বার ও সাজ্জাদ আহমদকে বেখসুর খালাস প্রদান করা হয়।
জানা যায়, ২০১৪ সালের ২০ ডিসেম্বর বিকাল ৩টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এম.এ. খান সেতুর উপরে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হন আওয়ামী লীগ নেতা সোলেমান আলী। এম.এ খান সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে উল্লেখিত আসামীদের সাথে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে আসামীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক তার উপর হামলা চালায়। হামলায় সোলেমান আলী নিহত হন।
সোলেমান আলী নিহতের ঘটনায় তার পিতা আকবর আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানায় মামলা নং- ৭৬/২০১৪। যাহার জিআর মামলা নং- ২২৬/২০১৪ এবং দায়রা মামলা নং- ২৮০/২০১৬।
রায়ে নিহত সোলেমান আলীর পিতা আকবর আলী সন্তুষ্ট প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সিরাজ উদ্দিন আহমদ বলেন, আমরা আদালতে ন্যায় বিচার পেয়েছি এবং পলাতক আসামীদেরকে দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকর করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302