• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মূল ঘটনাকে অন্যভাবে প্রভাবিত করতেই ছিনতাইয়ের নাটক সাজান রাজেল

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
মূল ঘটনাকে অন্যভাবে প্রভাবিত করতেই ছিনতাইয়ের নাটক সাজান রাজেল

একুশে নিউজ ডেস্ক:: সম্প্রতি নগরীর মানিকপীর রোডে মিশিগান যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজলে আহমদ তালুকদার কথিত ছিনতাইকারীদের ধারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় রাজেল আহমদ ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগরসহ উদ্দেশ্যপ্রনোদিতভাবে সৈয়দ সাব্বির, হেতিমগঞ্জের কায়স্তগ্রামের রুহিন আহমদ, তার সহযোগী মামুন, মাহবুব, ইব্রাহীম খলিল, তালহা ও মাহফুজ সহ কয়েকজনের নামে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করান।

সংবাদে উল্লেখ করা হয়েছে, মানিকপীর কবরস্থানে বিপরীত দিকের একটি ভবনের সামনে আওয়ামীলীগ যুবলীগের নেতাকর্মীরা প্রতিদিন আড্ডা দেন। এই চক্রের কয়েকজন সদস্য প্রবাসীকে মারধর ও মোবাইল ছিনতাই করে। প্রকৃতপক্ষে সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মোবাইল নেটওয়ার্ক সে মুর্হুতের তদন্ত করলে দিবালোকের মতো পরিস্কার হবে, এদের অনেকের উপস্থিতি এসময় সেখানে ছিলই না। এদের মধ্যে কেউ কেউ ঘটনা এলাকায় পরিবার পরিজন নিয়ে বাস করেন। সেকারনে সামাজিক দায়বদ্ধতাসহ ইতিবাচক কার্যক্রমে নিজস্ব ইমেজে বিভিন্ন কার্যক্রমে পজেটিভ ভূমিকা রাখেন।

কিন্তু এসব সংবাদের সাথে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি সেবুল আহমদ। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিশিনগান যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজেল আহমদ তালুকদার ছিনতাইয়ের বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তা সঠিক নয়। তার সাথে যাদের নাম জড়ানো হয়েছে তারা কেউই এই ঘটনার সাথে জড়িত নয়।

তিনি আরো বলেন, সম্প্রতি মহানগর সাংস্কৃতি জোট এর আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটির আহবায়ক ছিলেন জাকিরুল আলম জাকির। এই এলাকায় স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি সেবুল আহমদ সাগরের নেতৃত্বে বিলুপ্তকৃত মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক জাকির বহিরাগতদের নিয়ে প্রায়ই আড্ডা দিতেন। এজন্য নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দের মাঝে অসন্তুষ দেখা দেয়। ঘটনাকালে সিএনজির মধ্যে এক তরুনীর নারীর চিৎকার কানে আসলে, আশপাশের অনেকে কৌতুহল নিয়ে বিষয়টি বুঝতে এগিয়ে যান। কোন মানুষ বিপদে পড়ার আশংকা থাকলে তাকে রক্ষায় এগিয়ে যাওয়া চলমান সমাজে একটি নৈতিক রীতি। বিশেষ করে সন্ধ্যা মুর্হুতে একজন নারীর আতœচিৎকার। উপস্থিত অনেকে পর্যবেক্ষণ করেছেন, মেয়েটি নিজের সম্ভ্রম রক্ষায় কতটা অসহায় ছিল। তারপরও সচেতন মানুষ এগিয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন এই তরুনী।

কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করে, উদ্যোশ্যপ্রণোদিতভাবে এলাকার সুনাম ও সচেতন বিবেকমান মানুষের প্রশংসনীয় কাজকে ধূ¤্রজালে ফেলে মানসম্মানে আঘাত দিয়েছে একটি পক্ষ। প্রকৃত পক্ষে প্রবাসী যুবলীগ নেতা রাজেল তালুকদারের সাথে ওই মেয়ের আগেই পরিচিত ছিল। তাদের একটি ফেসবুক ম্যাসেঞ্জার চ্যাট বের হয়েছে। সেখানে দেখা গেছে কথিত ঘটনার শিকার যুক্তরাষ্ট্র প্রবাসী, এক মেয়ের সাথে চ্যাটে নিজের মোবাইল নং প্রদান করেছেন। মেয়েটির সাথে দেখার করার জন্য সুনামগঞ্জ থেকে সিলেট আসেন রাজেল। এছাড়া সোমবার রাত সাড়ে ৭টার দিকে দু’জনে দেখা হবে তাও চ্যাটে জানান যুক্তরাষ্ট্র প্রবাসী কথিত বান্ধবীকে। ওই বান্ধবীর সাথে কক্সবাজার যাওয়ার প্রতিশ্রুতি দেন রাজেল। তবে শর্ত আগে ওই বান্ধবী সিলেটে আসতে হবে। তিনি বান্ধবীকে অনুরোধ করেন তাকে যেন জানান কখন সিলেট আসছেন।’’

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় লায়ন্স হাসপাতলের সামনে একটি সিএনজির মধ্যে একজন যুবতী সহ একজন পুরুষ ছিলেন। গাড়ির ভেতরেরই হুলস্থ’ল শুরু হয় দু’জনের, মেয়েটিকে কাছে টানার চেষ্টা করলে বিপত্তি বাধে দু’জনের মধ্যে। একপর্যায়ে স্থানীয় একাধিক লোক এগিয়ে গিয়ে পরিস্থিতি অবলোকন করে মেয়েটিকে আগলে নেন কামুক পুরুষের হাত থেকে।

কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার সুনাম ও সচেতন বিবেকমান মানুষের প্রশংসনীয় কাজকে ধু¤্রজালে ফেলে মান সম্মানে আঘাত দিয়েছেন রাজেল।