• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
নবীগঞ্জে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু

একুশে নিউজ প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে শাড়ীতে আগুন লেগে রিতা রানী দেব (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিতা দেব নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের রঙ্গেশ দেবের স্ত্রী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আগুনে পুড়া মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। এর আগে, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

পুলিশ জানায়, রিতা রানী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। বাড়ীতে কোন লোকজন না থাকায় শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে তিনি রান্না করতে যান। এ সময় অসাবধানতাবশত লেম্পের আগুন তার শাড়ীতে লেগে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।