• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে : কাদের

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে : কাদের

একুশে নিউজ ডেস্ক ::ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহুত বিতর্কের সৃষ্টি করছে, তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।’

এ সময় তিনি বলেন, ‘ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ।’