একুশে নিউজ প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন।
নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে সিলেট জেলায় ২০, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ১ জন।
আর সুস্থ হয়ে উঠা ২৪ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৫৬৬। এ মধ্যে সিলেট জেলায় ৮৩৮৫, সুনামগঞ্জে ২৪৬৪, হবিগঞ্জে ১৮৯২ ও মৌলভীবাজার জেলায় ১৮২৫ জন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হওয়া ২৪ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩৩৪৫ জন। এর মধ্যে সিলেটে ৭৬৬৮, সুনামগঞ্জে ২৪০৫, হবিগঞ্জে ১৫৫৯ ও মৌলভীবাজারে ১৭১৩ জন।
গতকালও সিলেটে করোনায় কেউ মারা যাননি। তাই আগের দিনের মতোই মোট মৃত্যুর সংখ্যা ২৪৩। এর মধ্যে সিলেট জেলায় ১৮০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২২ জন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302