• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট গোয়াবাড়ী থেকে জুয়া খেলার সামগ্রীসহ এক যুবক গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২০
সিলেট গোয়াবাড়ী থেকে জুয়া খেলার সামগ্রীসহ এক যুবক গ্রেফতার

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেট নগরীর গোয়াবাড়ী থেকে অবৈধ শিলং তীর নামক জুয়া খেলার সামগ্রীসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিকেলে এসএমপির এয়ারপোর্ট থানাধীন গোয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. জহির আহমদ (২৫) নামের এক জুয়াড়িকে আটক করেছে এয়াপোর্ট থানাপুলিশ।

আটক জহির সুনামগঞ্জ জেলার ছাতক থানার চড়েরবন গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে জালালাবাদ থানাধীন কুচারপাড়া এলাকায় বসবাস করতো।

পুলিশ জানায়, জহির ও তার সহযোগীরা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টাকার বিনিময়ে তীর শিলং নামক জুয়া খেলারত অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪ শ ২২ টাকা উদ্ধার করে পুলিশ।