• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জিয়াউর রহমানের নাম পরিবর্তনের প্রতিবাদে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
জিয়াউর রহমানের নাম পরিবর্তনের প্রতিবাদে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

একুশে নিউজ ডেস্ক:: রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে সিলেট সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জেলরোড থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিরাবাজারে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা তানবীর আহমদ খানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শুভন শাহজাহান আবিদ ও ইসহাক আহমদ মান্নার যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা সাইফুর রহমান সবুজ, কাজী মিজানুর রহমান তুহিন, ওয়াহিদ করিম অভি, শাওন আহমদ, ময়নুল ইসলাম, জাহেদ আহমদ, ফজলে রাব্বি রিমন, আহমেদ মুমিন, ফাহিম আহমদ, মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন, এনাম আহমদ, আব্দুল্লাহ আল ইমরান, তানভীর আহমদ তপু, তোফায়েল আহমদ রাহাত, জাহাঙ্গীর আলম, আল আমিন, তুহিন আহমদ, সামসুজ্জামান লিমন, বাবু, রাসেল আহমদ, সবুজ খান, অমিত আহমদ, মোহন, আব্দুল জলিল সাবের, নোমান আহমদ, গুলজার আহমদ, আলা উদ্দিন, তায়েফ আহমদ, লিমন, সামি, আফসর, মো. আরিফ উদ্দিন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম পরিবর্তনের সিদ্ধান্ত দুঃখজনক ও প্রতিহিংসামূলক। সরকার বিকৃতি ও প্রতিহিংসার রাজনীতির বশবর্তী হয়ে বিদ্যালয়ের নাম পরিবর্তন করছে। নাম পাল্টিয়ে জনগণের মন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে আজ সারাদেশের মানুষ ফুঁসে উঠেছে। নামফলক পরিবর্তন করে ইতিহাসের পাতা থেকে শহীদ জিয়ার নাম পরিবর্তন করা যাবে না। যেখানে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হবে সেখানেই জাতীয়তাবাদী ছাত্রদল তা প্রতিহত করবে।