• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে একদিনে করোনাক্রান্ত ৩০, সুস্থ ৩৩

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
সিলেটে একদিনে করোনাক্রান্ত ৩০, সুস্থ ৩৩

নিজস্ব প্রতিবেদক:: গত এক দিনে সিলেট বিভাগে আরও ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৩ জন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩০জনের মধ্যে ১৮ জন রোগীই সিলেট জেলায় বাসিন্দা। আর বিভাগের সুনামগঞ্জ জেলায় ৩ ও মৌলভীবাজার জেলায় ১ জন ও হবিগঞ্জে নতুন ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৩ জন রোগীর ৩১ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ২ জন সুস্থ হয়েছেন হবিগঞ্জ জেলায়। এদিকে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৪৫৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৬৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৯৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৪৩৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৪ জন।