• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
সিলেটে স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা অনুষ্ঠিত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর মিরাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর ও পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান।

সভায় বক্তারা বলেন, এই স্বৈরাচার সরকারকে হঠানোর জন্য আন্দোলনের কোন বিকল্প নেই। সরকার শুধুমাত্র ক্ষমতায় ঠিকে থাকার জন্য বিরোধী মতাবলম্বীদের নিশ্চিহ্ন করার কাজে লিপ্ত। শীঘ্রই সরকার পতনের অলআউট আন্দোলনে যাচ্ছে বিএনপি। সেই আন্দোলনকে সফল করতে উপজেলা, পৌর ও থানার প্রত্যেক স্বেচ্চাসেবক দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্র চিরসমুন্নত। এই গণতন্ত্রকে হত্যার অভিযোগে জনগণ এই সরকারের বিচার বাংলার মাটিতেই করবে।

বক্তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। তারা মোগলটুলিতে জিয়াউর রহমান স্কুলের নাম মোচনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাস পুড়ানো সাজানো মামলায় সকল জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

জরুরী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম কাদির, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান রুমেল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির মিফতা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিছবাহ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন পাটোয়ারী, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন বতুল্লা, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ মেম্বার, কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. সাবের আহমদ, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রানা, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার আলাউদ্দিন, জুয়েল আহমদ, কামাল আহমদ পারভেজ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার আজিজুর রহমান, বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল আহমদ মাষ্টার, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম, বাহার আহমদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুল ইসলাম, আকবর হোসেন, শুক্কুর আহমদ, মিলাদ আহমদ, রাজু আহমদ, কুদরত মিয়া, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ আহমদ, মইনুদ্দিন, হারুনুর রশিদ, ফয়জুল ইসলাম, শাহাব উদ্দিন, মুহিবুর রহমান, মিসবাউজ্জামান, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, রুবেল আহমদ, শাহার আহমদ প্রমুখ।