একুশে নিউজ ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জে এক বিএনপি নেতার নেতৃত্বে সৌদি প্রবাসীর বাড়িতে তালা ভেঙে বসত ঘরে ঢুকে মালামাল লুটের ঘটনা ঘটেছে। লুটেরারা স্বর্ণের চেইন, ব্রেসলেট, হাতের বালা, টিকলী, নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ঢোলাখাল গ্রামে সৌদি প্রবাসী মো. সাইবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাইবুর রহমান ১১ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সাইবুর রহমান গত ১৩ নভেম্বর দেশে আসেন। ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে তিনি সিলেট শহরের একটি ভাড়া বাসায় থাকেন। বাড়িতে তালা দিয়ে তিনি পরিবার পরিজন নিয়ে সিলেটে বসবাস করছেন। এ সুযোগে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে কোম্পানীগঞ্জ বিএনপির দাপুটে নেতা ও ঢোলাখাল গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে এখলাছুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী সাইবুর রহমানের বসত ঘরে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা বসত ঘরের ৩টি তালা ভেঙে ঘরে প্রবেশ করে সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালঙ্কার, আলমিরার ড্রয়ার ভেঙে নগদ ৩০ হাজার টাকা, ৪০ হাজার টাকা মূল্যের ১০টি বিদেশী কম্বল, ৬ হাজার টাকা মূল্যের ৩টি বিদেশী চার্জার টর্চ লাইটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আশপাশের লোকজন সাইবুর রহমানকে খবর দিলে তিনি সিলেট থেকে বাড়িতে গিয়ে লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।
লুটপাটকালে এখলাছুর রহমানের সাথে ছিলেন, মুস্তাফিজুর রহমান, তোতা মিয়া, ওলিউর রহমান, মাহফুজুর রহমান, ছয়ফুর রহমান, আছাব আলী, রাজা মিয়া, খলিলুর রহমান, উজ্জল মিয়া, সৈয়দুর রহমান।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম নজরুল জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।