• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

একুশে নিউজ প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি-মনতলা আঞ্চলিক সড়কের ফরহাদপুর এলাকায় ট্রাক্টরের চাপায় আল আমীন (২৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমীন উপজেলার তেলিয়াপাড়া বর্ডিং এলাকার ইউনুস মিয়ার ছেলে।

মাধবপুরের তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, আল আমীন একটি সিএনজি অটোরিকশায় তার শ্বশুরবাড়ি মনতলার সুলতানপুরে যাওয়ার পথে ফরহাদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দিলে আল আমীন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এদিকে, গত আট মাস আগে আল আমীনের বড় ভাই ফরিদ মিয়াও একই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান।