• ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

সিলেটে গেল ২৪ঘন্টায় করোনাক্রান্ত ৩০, সুস্থ ৩৩

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
সিলেটে গেল ২৪ঘন্টায় করোনাক্রান্ত ৩০, সুস্থ ৩৩

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেটে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩০ জন। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ১৯, সুনামগঞ্জের ২ এবং মৌলভীবাজারের একজন। একই সময়ে এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। সিলেট জেলার ৭ হাজার ৮২৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১২ জন, হবিগঞ্জে ১৫৬৪ জন এবং মৌলভীবাজারের ১৭১৪ জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৯ জন। আর সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৯ জন।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭০, হবিগঞ্জে ১ হাজার ৮৯৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৮২৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১২ জন, হবিগঞ্জে ১৫৬৪ জন এবং মৌলভীবাজারের ১৭১৪ জন সুস্থ হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৮৬ জন। এরমধ্যে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ হাজার ২৩২ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ হাজার ৩৫ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৭ জন।

আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১৮১ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারের ২২ জন।