• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আদালতের রায় অমান্য করে সংখ্যালঘু পরিবারকে প্রাননাশের হুমকি দিচ্ছে প্রভাবশালী মহল

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিজ সিলাম গ্রামে সরজমিনে গিয়ে জানা যায় যে, ২০০৪ সাল নাগাদ মাঠ জরিপে ভুল বসত এক একর জমি শত্রু সম্পত্তির তালিকায় চলে যায়। এনিয়ে জমির বৈধ মালিক গৌরাঙ্গ পদ ধর একটি মামলা দায়ের করেন। বিচার কার্যের ধারাবাহিকতায় মহামান্য আদালত মামলাকারীর কাগজ পত্র যাচাই করে সত্যতা পাওয়ায় জায়গাটি শত্রু সম্পত্তির তালিকা থেকে বাদ দিয়ে গৌরাঙ্গ পদ ধরের নামে দেওয়ার রায় প্রদান করেন ।আদালতের রায় প্রকাশের পর জায়গাটি দখল মুক্ত করতে স্থানীয় শালিসের মাধ্যমে চেষ্টা করেন গৌরাঙ্গ পদ ধর ও তার সন্তানেরা।মোট জায়গার ২০ শতাংশ স্থানীয় মসজিদের ঈদগাহ হিসেবে ব্যবহার হওয়ায় দখলকারী পক্ষ নতুন শর্ত আরোপ করে। ধর্মীয় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত জায়গা গুলো না ছাড়ার প্রস্তাব দেয়।জমির মালিক গৌরাঙ্গ পদ ধর তাতে রাজি না হয়ে আরেকটি উচ্ছেদ মামলা দায়ের করলে পরিবারটিকে দেশত্যাগ ও প্রাণনাশের হুমকি আসতে থাকে প্রভাবশালী মহল থেকে।এই বিষয় নিয়ে তারা সমাজের বিশিষ্ট জন,সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার আহবান জানান।

এব্যাপারে গৌরাঙ্গ পদ ধরের ছেলে চন্দন কুমার ধর জানান, তাকে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। ধর্মীয় কাজে বাধা প্রদান করা হচ্ছে এবং তাদের পুরো পরিবার সার্বক্ষণিক নিরাপত্তা হীনতায় রয়েছে।