একুশে নিউজ ডেস্ক::
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ আব্দুস সামাদ ও আবুল বাহার। শুক্রবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আব্দুস সামাদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা শুধু সংবাদ প্রচারই নয়, সমাজের নানা সামাজিক কর্মকান্ডে সাংবাদিকরা বিশেষ অবদান রাখতে পারেন। প্রবাসীরা সকল ভালো উদ্যোগে সহযোগী হিসেবে পাশে থাকবে সবসময়। আবুল বাহার বলেন, সাংবাদিকরা সকল অসংগতি তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিক কল্যাণ সমিতি বিভিন্ন ভালো উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে। ভবিষ্যতে সকল ভালো কাজে সহযোগীতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রতন মনী চন্দ, সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য শাহিন আলম সাহেদ, সাধারণ সম্পাদক সাকিব আল মামুন, কোষাধ্যক্ষ সুলতান আবু নাসের, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আবুল, নির্বাহী সদস্য এম.এ রাজ্জাক, সমাজসেবী শান্ত দাস, চ্যানেল এস ক্যামেরাপার্সন পিয়াস দাস প্রমুখ।
কমিউনিটি নেতা আব্দুস সামাদ ও আবুল বাহার দেশ-প্রবাসের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। আব্দুস সামাদ গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড’স ইউকে’র কোষাধ্যক্ষ, লন্ডন কনজারবেটিব ফ্রেন্ড’স অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, ইউকের প্রাচীন সংগঠন সুরমা সেন্টার এর সাবেক সভাপতি। এছাড়াও ইউকে ভেইন্টজ একসিডেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, মিডেক্স-ইউকে প্রফেশনাল মেডিকেল রিপটিং, সামাদ নগর রিয়েল ষ্টেট, এপ্রোবাল ডিরেক্টর অনলাইন, আল বারাকা ইনভেস্টমেন্ট, সামাদ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি।
আবুল বাহার লক্ষনাবন্দ ইউপি আর্ন্তজাতিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, লক্ষনাবন্দ ইউপি আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য মিডওয়েলস আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
এসএএম
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302