• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদ সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদ সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

একুশে নিউজ ডেস্ক:: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার চৌহাট্টস্হ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। সোমবার (১৪ডিসেম্বর) সকাল ১০টায় বাসদ সিলেট জেলা শাখার পক্ষে পুষ্পস্তবক অর্পন এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।

বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মামুন বেপারী, সনজয় শর্মা, তাজু আহমদ, লাবলু উদ্দিন, প্রমুখ। আলোচনা সভায় ব্ক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যেমন ছিলেন জ্ঞান-মনীষা এগিয়ে তেমনি ছিলেন অকুতোভয়-আপোষহীন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমাদেরকে স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে আপস করা শেখাননি। তাদের সংগ্রাম মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মানে আমাদের পাথেয়।