• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহান বিজয় দিবসে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের শুভেচ্ছা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২০
মহান বিজয় দিবসে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের শুভেচ্ছা

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম. সুহেল আহমদ।

মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় সোসাইটির নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’ এ স্বাধীনতা আমাদের গৌরবের, আমাদের অহংকারের। জাতির পিতার জন্মশতবর্ষ হওয়ায় এবারের বিজয় দিবস আরো বেশী আনন্দের। কিন্তু মহামারি করোনা ভাইরাস আমাদের জীবনের অনেকাংশে বাধাগ্রস্থ করেছে। তবুও আমরা থেমে নেই, করোনা মোকাবেলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে।

নেতৃবৃন্দ, সকলকে স্বাস্থ্য নির্দেশনা মেনে বিজয় দিবস উদ্যাপনের আহ্বান জানান।