• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাল্লায় ইউসিসিলি এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বাতিলের দাবি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২০
শাল্লায় ইউসিসিলি এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বাতিলের দাবি

একুশে নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইউসিসিলি এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বাতিলের দাবি করেছেন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো. সামছুল হক। গত ২৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক বরাবরে তিনি নির্বাচন বাতিলের দাবিতে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি- সমবায় সমিতির আইন ও বিধির পরিপন্থি করায় নির্বাচন বাতিলের জোর দাবি জানান। অভিযোগে তিনি উল্লেখ করেন, সমিতির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ২০টি প্রাথমিক সমবায় সমিতি তাদের ভোট দানের জন্য ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সভায় সিদ্ধান্তসহ পরিচয়পত্র নিয়ে শাল্লা উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে গেলে সমিতির কাগজাদিতে স্বাক্ষর করতে বললে সমবায় অফিসার স্বাক্ষর করেন নাই। তিনি সমিতির অডিট নেই সহ অন্যান্য কারণ দেখান। এছাড়াও গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদানকারী ৮টি সমিতি ঋণ খেলাপি ও তারা অন্যান্য কার্যক্রমে অকার্যকর। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটার সদস্যকে ভোট প্রদানে বিরত রেখে ঋণ খেলাপী ও অকার্যকর সমিতিকে ভোট দানের সুযোগ করে দিয়ে শাল্লা ইউসিসিলি এর ব্যবস্থাপনা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যা সমিতির আইন ও বিধির পরিপস্থি।

পূর্ব ইয়াবাদ কৃষক সমবায় সমিতির ম্যানেজার মো. সামছুল হকের দাখিলকৃত অভিযোগে প্রেক্ষিতে সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-নিবন্ধক মৃণাল কান্তি বিশ^াস গত ১৩ ডিসেম্বর নির্বাচন কমিটির সভাপতি ও শাল্লা সমবায় অফিসার আলমগীর কবির খান, নির্বাচন কমিটির সদস্য মিজানুর রহমান, দ্বীন মোহাম্মদ ও মো. ওহিদ উল্লাহ বরাবরে কারণ দর্শাণোর নোটিশ প্রেরণ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় সমবায় কার্যালয়ে মামলার শুনানি ও নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করা হয়।