• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিজয় দিবসে কাকুয়ারপার সমাজ কল্যান পরিষদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবসে কাকুয়ারপার সমাজ কল্যান পরিষদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

একুশেনিউজ ডেস্ক::

মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে সিলেট এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল ৫টায় কাকুয়ারপার সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক এমদাদুল হক সোহাগ’র উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুই বারের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ।

কাকুয়ারপার সমাজ কল্যান পরিষদের সভাপতি লিটন কুমার দেব’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ০৫ নং ওয়ার্ডের তিন বারের ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান, ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ৪, ৫, ৬ এর ইউপি মহিলা সদস্য প্রার্থী মোছা. শিবলি বেগম।

এ সময় মধ্যে উপস্থিত ছিলেন কাকুয়ারপার পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, মানিক মিয়া, হান্নান মিয়া, সাহেদ আহমদ, জামাল আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।