• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিজয় দিবসে নিসচা সিলেট মহানগরের আলোচনা সভা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবসে নিসচা সিলেট মহানগরের আলোচনা সভা

একুশে নিউজ ডেস্ক::

মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার আলোচনা সভা বুধবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নিসচা মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।

এ সময় তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম। জাতির পিতা সোনারবাংলা প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, নিসচা সিলেট মহানগর শাখার সহ সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সহ-সাধারন সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, যুব বিষয়ক সম্পাদক মার্জান, সদস্য জিয়া প্রমুখ।