একুশে নিউজ ডেস্ক:: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে মিছিল সহকারে চৌহাট্টস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জুবায়ের আহমদ চৌধুরী সুমন,মামুন বেপারি, রত্না বসাক,রহিমা বেগম, সন্দীপ নায়েক, কাজল আহমদ,আলী হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসন শোষণ থেকে মুক্ত হয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম এ ভূখন্ডের মানুষ করেছিল। স্বাধীনতার পর ক্ষমতাসীন হয়ে শাসক দল মুক্তিযুদ্ধের সেই চেতনা ও আকাক্ষা থেকে অনেক দূরে সরে গিয়ে শোষণমূলক পুঁজিবাদী ধারায় দেশ পরিচালিত হয়। ফলে বাড়ছে ধন বৈষম্য। সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে সরকারের নতজানু ভূমিকা মানুষ কে মর্মাহত করছে।গণতান্ত্রিক রীতিনীতি -সংস্কৃতি ধ্বংস করা হয়েছে।
বক্তারা মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302