• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ

ডেস্ক রিপোর্ট:: আজ ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আজ বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই দিবসের মহিমা প্রকাশ পাচ্ছে আজ।

এবার বিজয়ের ৪৯তম বার্ষিকী। তবে করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবস পালনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে।

১৬ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এম এস রুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাদেকুর রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা সুহাগ রাজ,রায়হান আহমদ, ফাহিম আহমদ,আলিম উদ্দিন রাজু, জুনেদ আহমদ,শামসুজ্জামান জামান,বদরুল হুদা প্রমুখ।