ডেস্ক::
সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ফুটপাত হকারমুক্ত করায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলা মিয়া। অপর এক বিবৃতিতে শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম সিসিক মেয়রকে অভিনন্দন জানান।
বুধবার এক যৌথ বার্তায় নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেও মোনাজাত করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এছাড়াও মধুবন সুপার মার্কেটের স্বত্ত্বাধিকারী দানবীর সৈয়দ রাগীব আলীর সুস্বাস্থ্য কামনা ও তাঁর সহধর্মিনী বেগম রাবেয়া খাতুন চৌদুরী, মার্কেটের সাবেক সভাপতি মো. তুরন মিয়া, নওশাদ স্ন্যাকবারের মালিক ইলিয়াস মিয়াসহ মরহুম সকলের রুহের মাগফেরাত এবং করোনা ভাইরাস থেকে সিলেটসহ দেশবাসীকে রক্ষা করতে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মার্কেটের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলা মিয়া, যুগ্ম সম্পাদক মো. মনজুর আহমদ, ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, রেদওয়ান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ রিয়াদুর রহমান, সদস্য সানী আহমদ, মার্কেটের ব্যবসায়ী সালিক আহমদ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের মোতাওয়াল্লী কাজী দিলাল আহমদ। দোয়া করেন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302