একুশেনিউজ ডেস্ক::
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী কর্তৃক আয়োজিত নারী ও শিশুর জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে কিশোর ও কিশোরীদের অংশগ্রহনে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটে ব্র্যাক লার্নিং সেন্টারে এক যুব সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন স্কুল, কলেজের কিশোর, কিশোরী, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
ব্র্র্যাক ডিভিশনাল ম্যানেজার পিএসইউ রিপন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও টেকনিক্যাল ম্যানেজার মহসীনের সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই ব্র্যাক কর্তৃক নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন গৃহীত কার্যক্রম ও কর্মপরিকল্পনা সচিত্র উপস্থাপন করা হয়। পরবর্তিতে শতাধিক কিশোর, কিশোরী তাদের যাপিত জীবনের বিভিন্ন ভাবনা ও অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে সবার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান নেতৃবন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, “মান, সম্মান, ইজ্জত নিয়ে বেঁচে থাকার প্রতিটি মানুষের অধিকার আছে। আমাদের সমাজ দিন দিন উন্নত হচ্ছে তাই সমাজে কোন অসুখ দেখা দিলে তা সবাই মিলে সারিয়ে তুলতে হবে। শিক্ষিত হলেই হবে না বরং প্রকৃত মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা। তাই সমাজে নারী পুরুষকে সমান চোখে মানুষ হিসেবে দেখতে হবে। প্রলুব্ধ হয়ে কোন ক্ষতিকর কাজ করা যাবেনা। সমাজে নারী ও শিশুর নির্যাতন বন্ধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক উপপরিচালক শাহিনা আক্তার বলেন, “সমাজে মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে ওঠা সবচেয়ে জরুরী। ব্যক্তিগত সচেতনবোধই একটি দেশকে সচেতন করে তুলতে পারে। অধিক জনসংখ্যার আমাদের এ দেশে সরকারের হয়তো কিছু সীমাবদ্ধতা রয়েছে সামাজিক মূল্যবোধ ছড়িয়ে দিতে তবে আমরা সরকারকে সাহায্য করতে পারি নিজেদের সমস্যা ব্যক্ত করে। সরকারের বিভিন্ন হেল্পলাইন রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের সামাজিক অসুবিধা গুলো দ্রুত জানাতে পারি এবং সমাধান পেতে পারি”।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের অপারেশন ম্যানেজার ফজলে রাব্বী, সিনিয়র জেলা ব্যবস্থাক কায়েম উদ্দিন, জোনাল এইচআর জাহাঙ্গীর আলম, আঞ্চলিক ব্যবস্থাপক মিতালীধর, ব্র্যাক ফেলো শামীম আহমদ প্রমুখ।
যৌন হয়রানি ও নারী পুরুষ বৈষম্য দূর করে সুন্দর সমাজের লক্ষ্যে কিশোর কিশোরীদের উন্মুক্ত কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং প্রতিযোগীতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বাল্যবিবাহ ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপস্থিত কিশোর, কিশোরীরা শপথ পাঠ করেন। অনুষ্ঠান সভাপতি সমাপনী বক্তব্যে সমাজে নির্যাতন বৈষম্য দূর করে সুন্দর সমাজের আহবান ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302