একুশে নিউজ প্রতিবেদক::৫ দিন ব্যাপি সিলেট উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির আয়োজনে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর তত্ত¡াবধানে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর জামতলাস্থ সিলেট উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির হলরুমে ২৫ জন নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন দেওয়া হচ্ছে।
শিল্প সহায়ক কেন্দ্র (বিসিক) সিলেটের উপ-মহাব্যবস্থাপক মো. সোহেল হাওলাদার এর সভাপতিত্বে ও শিল্প সহায়ক কেন্দ্র (বিসিক) সিলেটের স¤প্রসারণ কর্মকর্তা মো. রাসেল ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কিটি বিসিকের অধ্যক্ষ প্রকৌশলী শফিকুল আলম জুম এর মাধ্যমে উদ্বোধন করেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি চেম্বারের সদস্য হাসিনা চৌধুরী, চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া, সদস্য সাল সাবিনা মাহবুব কা›তা, সিলেট উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহকারী সচিব ও নারী উদ্যোক্তা পারমিতা দাশ তিশা, রেশমা বেগম, নারী উদ্যোক্তা ও সদস্য শাহানারা বেগম, সদস্য রুমা আক্তার, জাকেরা আক্তার, জাহেদা চৌধুরী, নাবিলা চৌধুরী, নারী উদ্যোক্তা মনি বেগম, নারী উদ্যোক্তা প্রিয়া দত্ত, নারী উদ্যোক্তা লিজা হাওলাদার, মুন্নি আক্তার, জেসমিন আক্তার, নাবিয়া চৌধুরী, সাদিয়া চৌধুরী, পাপিয়া আক্তার, শারমিন আক্তার, চম্পা আক্তার প্রমুখ।