• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগামীকাল বাম জোটের কালো পতাকা মিছিল সফলের আহবান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২০
আগামীকাল বাম জোটের কালো পতাকা মিছিল সফলের আহবান

একুশে নিউজ প্রতিবেদক:: ভোট ডাকাতির ২বছর উপলক্ষে আগামীকাল ৩০ ডিসেম্বর দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ বের করা হবে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হবে। আজ মঙ্গলবার (২৯ডিসেম্বর) এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের আহবান জানান।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা আহবায়ক সিরাজ আহমদ ও সাধারণ সম্পাদক ডাঃ হরি ধন দাস, সিপিবি নেতা খায়রুল হাছান, বাসদ (মার্কসবসদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, বাসদ নেতা প্রনব জ্যোতি পাল এক বিবৃতিতে আগামীকাল ৩০ডিসেম্বর কালো পতাকা মিছিল ও সমাবশ সফল করার জন্য সবার প্রতি আহবান জানান।