• ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের একুশে নেট’র নববর্ষের শুভেচ্ছা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২০
গ্রাহক ও শুভানুধ্যায়ীদের একুশে নেট’র নববর্ষের শুভেচ্ছা

একুশেনিউজ::
সবাইকে ইংরেজি নববর্ষ ২০২১ এর শুভেচ্ছা। ইংরেজি নববর্ষ উপলক্ষে একুশে নিউজ এন্ড মিডিয়ার সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই শুভেচ্ছা।

নিশি অবসান, ওই পুরাতন বর্ষ হয় গত! মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। শুরু হল ইংরেজি নতুন বর্ষ ২০২১। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই আগামী দিনের নতুন স্বপ্নে সোনালি প্রত্যাশার পাখা মেলে।

কঠিন এ সময়ে সকলের সুস্থতা ও সাফল্য বয়ে আনুক নতুন এ বছর।