• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারবাসীকে আওয়ামী লীগ নেতা মাসুক রানা’র নববর্ষের শুভেচ্ছা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০
দোয়ারাবাজারবাসীকে আওয়ামী লীগ নেতা মাসুক রানা’র নববর্ষের শুভেচ্ছা

একুশেনিউজ::
ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে ৮নং বোগলাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগনসহ দোয়ারাবাজার উপজেলাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ৮নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো.মাসুক রানা।

আজ এক শুভেচ্ছা বার্তায় উপজেলা আওয়ামী লীগ নেতা মো.মাসুক রানা বলেন, “নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। নববর্ষ সবার মাঝে জাগিয়ে তুলে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে বাংলাদেশ এগিয়ে যাক সম্ভাবনার পথে। ২০২১ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। এবছর বাঙালি জাতির জন্য একটি বিশেষ গৌরবময় বছর। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সাল ১৭ মার্চ বছর ব্যাপি উদযাপিত হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এসময়কে “মুজিব বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ২০২১ সাল বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করবে এদেশের জনতা। তাই নতুন বছরের অঙ্গীকার হোক মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের শপথ।

স্বাগত ২০২১। নতুন বছর, নতুন স্বপ্ন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সুন্দর একটা বছর এবং সুন্দর হোক প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত। নতুন বছরের পদধ্বনি। নতুন বছর সবার জন্য বয়ে আনুক আনন্দ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্য। আগামী বছর প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির হিসেব মিলিয়ে ভালো কাটুক সকলের। নতুন বছর নিয়ে আসুক নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শান্তির বারতা। ৮নং বোগলাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগনসহ দোয়ারাবাজার উপজেলাবাসীকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।”