নিউজ ডেস্ক::
সিলেট নগরীর বনকলাপাড়ায় ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) নিহত নজরুল ইসলামের পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়াও অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করা হয়েছে। থানায় মামলা নং- ৩৮, তারিখ ৩০.১২.২০২০ইং।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামী থাকায়, যাকে পুলিশ সন্দেহ করবে তাকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন, সাবেক ছাত্রদল নেতা কামাল আহমদ, যুবদল নেতা নুরুল ইসলাম, বিএনপি নেতা দিলোয়ার হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা মো. আবুল বাশার, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, রনি পাল।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বনকলাপাড়ায় ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত নজরুল ইসলাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খানের কর্মী বলে জানা গেছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302