• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক সিপিবি’র আনোয়ার হোসেন সুমন

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক সিপিবি’র আনোয়ার হোসেন সুমন

একুশে নিউজ প্রতিবেদক:: বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির একসভা শুক্রবার (১ জানুয়ারী) রাত ৮টায় আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডাঃ হরি ধন দাস, বাসদ(মার্কসবসদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শীতের শুরুতে দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ এবং ভেন্টিলেটর সংকট দেখা দিয়েছে, অথচ সরকার নির্বিকার। করোনা মোকাবিলায় সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার ভাঙ্গুর দশা প্রকটভাবে উন্মোচিত হয়েছে। করোনাকালেও ত্রাণ চুরি, মাস্ক, পিপিই, করোনা ভূয়া রিপোর্টসহ স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌড়াত্মে বাজারে আগুন, জনজীবনে নাভিশ্বাস ওঠেছে। সরকার নির্বিকার সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বরং প্রশ্রয় দিচ্ছে। বাজার মনিটরিং নাই। গ্রাম-শহরে রেশনিং ব্যবস্থা চালুর গণদাবিও উপেক্ষিত। একদিকে অধিকাংশ সাধারণ মানুষের অভাব দারিদ্র বাড়ছে অন্যদিকে একই সময়ে দেশে ৩ হাজার ৪১২ জন নতুন কোটিপতি বেড়েছে।”

সভায় আগামী ৬জানুয়ারী দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় জানুয়ারি-মার্চ বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে মনোনীত করা হয়।