• ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্কপ সিলেট জেলা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২১
স্কপ সিলেট জেলা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

একুশেনিউজ ডেস্ক::

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট জেলা পরিচালনা কমিটির একসভা বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আম্বরখানাস্থহ একটি সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা স্কপ এর আহ্বায়ক, জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও জেলা স্কপ এর সদস্য সচিব, সমাজতান্ত্রিক  শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্কপ এর যুগ্ম আহ্বায়ক, জাতীয়বাদী শ্রমিক দল জেলা সভাপতি সোরমান আলী, জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগর সডাপতি ইউনুস মিয়া, জাতীয় শ্রমিক জোট জেলা আহ্বায়ক কেএ কিবরিয়া, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, জাতীয় শ্রমিক জোট মহানগর শাখার গিয়াস আহমদ,ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সাধারণ সম্পাদক মোঃছাদেক মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিক, জেলা শ্রমিক লীগের ক্রীড়া সম্পাদক শাহ আলম ছুরুক, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি মোহাম্মদ রেহান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মকবুল হোসেন খান, জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি মজিবুর রহমান, মহানগর হকার্সলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতীয় স্বার্থে রাষ্ট্রয়াত্ব পাটকল-চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান। বক্তারা, দেশের সকল সেক্টরের শ্রমিক, কর্মচারীদের পক্ষে স্কপ এর ৯ দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সভায় বক্তারা, সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্তের তীব্র  নিন্দা জানান এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত প্রত্যাহার আহ্বান জানান। বক্তারা, হকারদের যথোপযুক্ত ব্যবস্থা না করে হকার উচ্ছেদের তীব্র নিন্দা জানান।  সভায় বক্তারা, আদালতের নির্দেশনা মোতাবেক পাথর কোয়ারি শ্রমিকদের স্বার্থে কোয়ারি খুলে দেয়ার আহ্বান জানান।