• ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নদী খনন ও সংরক্ষণের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১
নদী খনন ও সংরক্ষণের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত

একুশে নিউজ প্রতিবেদক:: বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের উদ্যোগে সোমবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় নগরীর ক্বীন ব্রিজ এলাকায় সুরমা নদীর তীরে নদী খনন ও সংরক্ষণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরবর্তী সভায় দলের সিলেটের সভাপতি আদিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নদী গবেষক এম. বাবর লস্কর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শাহেদুর রহমান শাহেদ, মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক এডভোকেট শাহীনুল ইসলাম, শেখ তোফায়েল আহমদ শেপুল, সম্প্রসারণ সম্পাদক মাহবুর রহমান এরশাদ, হাবিব উল্লাহ, নাজমুল হুদা, মঈনুল ইসলাম খান সায়েক, মোঃ ইউনুছ খান, মোঃ পাভেল, আশফাক উদ্দিন আহমদ, আবু জর গৌছ, আদনান শাহ, জুবেল আহমদ সহ অন্যান্যরা প্রমুখ।