বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার দুবাগ ও শেওলা ইউনিয়ন প্রতিনিধি, ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকা সাংবাদিক ইমদাদুল হক ইমন এর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে বিয়ানীবাজার প্রেসক্লাব। এই দাবী জানিয়ে ১০ জানুয়ারি রবিবার বেলা ৩টায় বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারে প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীতে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২ জানুয়ারি রাত ৯টায় উপজেলার দুবাগ বাজারে অবস্থিত সাংবাদিক ইমন এর পিতার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ একটি পিস্তল ও মাদকদ্রব্য ইয়াবা, গাজা উদ্ধার করে। এ সময় দোকানে থাকা সাংবাদিক ইমন ও দোকানের দুই কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। স্থানীয় দুবাগ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ওরফে দাদা ভাই ও তার দলীয় বাহিনী ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশ প্রশাসনের যোগসাজেসে পরিকল্পিত ভাবে অস্ত্র ও মাদক উদ্ধারের নাটক সাজিয়ে সাংবাদিক ইমনকে ফাসানো হয়েছে বলে মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ দাবী করেন।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আব্দুস সালাম ও তার দলীয় চোরকারবারী সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ করার কারণে সাংবাদিক ইমন তাদের শত্র“তে পরিণত হন। ফলে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে গিয়ে ইতিপূর্বে তারা সাংবাদিক ইমন কে একাধিকবার হুমকিও দিয়েছে। এখন ক্ষমতাসীন দলের প্রভাবে ক্ষমতার অপব্যবহার করে ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশকে ব্যবহার করে মিথ্যে এই নাটক সাজিয়ে নিরপরাধ এই সাংবাদিককে অপূরণীয় ক্ষতির সম্মূখিন করেছে। আমরা এই সাজানো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে তার উপর দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহার এবং নিশঃর্ত মুক্তির দাবী করছি। অন্যথায় বিয়ানীবাজারের সাংবাদিক সমাজ সচেতন মহলকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজিব ভট্টাচার্জের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলামের পরিচালনায় মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের আইন উপদেষ্ঠা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ আমান উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাশেম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার মজিদ উদ্দিন আনসার, উদিচী বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারন সম্পাদক ও কুড়ারবাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য্য, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন আলম হৃদয়, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মুহাম্মদ ও সাংবাদিক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302