• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

জালালাবাদ গ্যাসের বকেয়া বিল ৪৮৩ কোটি টাকা

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২১
জালালাবাদ গ্যাসের বকেয়া বিল ৪৮৩ কোটি টাকা

একুশেনিউজ ডেস্ক::
সিলেট অঞ্চলে গ্যস বতরণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাসের বিল বাবদ বকেয়া রয়েছে ৪৮৩ কোটি ৩২ লাখ টাকা।

জালালাবাদ গ্যাসসহ দেশের ছয়টি গ্যাস বিতরণ সংস্থার বকেয়া বিলের পরিমাণ নয় হাজার ১৮ কোটি চার লাখ টাকা।

মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতি মন্ত্রী আরও বলেন, সবচেয়ে বেশি, ছয় হাজার ৬৭৭ কোটি টাকা, বকেয়া বিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের।

এছাড়াও বাখরাবাদ গ্যাসের বকেয়া ৬৯৬ কোটি ৬১ লাখ টাকা, কর্ণফুলীর ৮৪৪ কোটি ৯৫ লাখ টাকা, জালালাবাদের ৪৮৩ কোটি ৩২ লাখ টাকা, পশ্চিমাঞ্চলের ১৯৫ কোটি ১৯ লাখ টাকা এবং সুন্দরবনের ১২০ কোটি ৯৭ লাখ টাকা বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ গত দশ বছরে তিতাস গ্যাসের সিস্টেম লসের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ২০১২-১৩ অর্থবছরে সিস্টেম লস প্রায় শূন্যের কোঠায় নামলেও এখন আবার বেড়েছে।