নিজস্ব প্রতিবেদক::
সিলেট অঞ্চলে ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
বুধবার (২০ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জ জেলায় ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৪জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
একইদিনে সিলেটে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট অঞ্চলে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সংখ্যা ১৫ হাজার ৮১৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৩৯৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩০ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৭৭ জন। এরমধ্যে সিলেটে ৯ হাজার ৩৬জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮১জন, হবিগঞ্জে ১হাজার ৬০৬ জন, মৌলভীবাজারে ১৫০জন।
করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ২৭২ জন। এরমধ্যে সিলেটে ২০৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজার ২২জন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302