স্পোর্টস ডেস্ক::
করোনাকালের দীর্ঘ বিরতি শেষে ১০ মাস পর নতুন অধিনায়কের নেতৃত্বে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি হাঁটু গেড়ে একাত্মতা জানান দুইদলের ক্রিকেটাররা।
নিয়মিত খেলোয়াড়দের প্রায় কেউ নেই। কেউ এসেছেন লম্বা বিরতির পর, কারও এখনও অভিষেক হয়নি। ক্যারিবিয়ান দলটির মাত্র পাঁচ জনের আছে ওয়ানডে খেলার অভিজ্ঞতা। তারাও খুব বেশি ম্যাচ খেলেননি, সব মিলিয়ে কেবল ১০৫টি। সাকিব আল হাসান একাই খেলেছেন তাদের প্রায় দ্বিগুণ ম্যাচ। প্রথম ওয়ানডের আগে বাঁহাতি এই অলরাউন্ডারের ম্যাচ ২০৬টি। বাংলাদেশ দলের সবাই মিলে খেলেছে ক্যারিবিয়ানদের ১০ গুণের বেশি ম্যাচ, সব মিলিয়ে ১১১৫টি।
অভিষেক হয়েছে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাওয়া তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুই জন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা সৌম্য সরকারও ফিরেছেন একাদশে। কোচের দেওয়া আভাস অনুযায়ী ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ: জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনের, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, রেমন রিফার।