• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

জামিআ’ ফারুক্বিয়্যাহ সিলেটের বার্ষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২১
জামিআ’ ফারুক্বিয়্যাহ সিলেটের বার্ষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক::
জামিআ’ ফারুক্বিয়্যাহ সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী বলেন, আদর্শ সমাজ গঠনে কওমি মাদরাসা অসামান্য অবদান রাখছে। ইসলামি মূল্যবোধ সৃষ্টি, সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও সুন্দর সমাজ বিনির্মাণে কওমি মাদরাসার ভূমিকা অনস্বীকার্য। অন্যায়-অবিচার ও সামাজিক অপরাধ নির্মূলে ইসলামি শিক্ষার বিকল্প নেই।

শুক্রবার (২২ জানুয়ারি) জামিআ’ ফারুক্বিয়্যাহ সিলেটের বার্ষিক ইসলামি সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় বরেণ্য বুজুর্গ, বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বলেন, কুরআনের আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। ইসলামি অনুশাসন মেনে চলা ও কুরআন-হাদিসের আলো বিতরণের মাধ্যমেই একটি নিরাপদ দেশ ও সমাজ গঠন করা সম্ভব। তাই ইসলামি সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।

বাদ জুমুআ থেকে শুরু হওয়া মধ্যরাত পর্যন্ত বার্ষিক ইসলামি সম্মেলনে আরো আলোচনা পেশ করেন, মাওলানা মুমতাজ উদ্দিন বড়দেশী, শায়খুল হাদীস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, মাওলানা নূরুল হক নবীগঞ্জী, মাওলানা কাউসার আহমদ হাসানী, মাওলানা ক্বারী মুতিউর রহমান।

হাফিজ মাওলানা গিলমান আহমদ ও হাফিজ মাওলানা আমিনুল মতিন মুজাহিদের পরিচালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জামিআ’ ফারুক্বিয়্যাহর কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাদল, সহ-সভাপতি আলহাজ্ব দেলওয়ার হোসেন, আলহাজ্ব মাসুক মিয়া, জামিআ’র শিক্ষা সচিব মাওলানা আব্দুল আজিজ, জামেয়া আরাবিয়া শামীমাবাদের মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ, আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মাওলানা সৈয়দ নূর উদ্দিন আহমদ শাহজাহান, আলহাজ্ব মাওলানা এমরান আলম, জামেয়া কাসিমুল উলুম দরগাহ’র সিনিয়র শিক্ষক মাওলানা জামীলুল হক, জামেয়া মুখলিছিয়া টুকেরবাজারের মুহতামিম মাওলানা গোলাম রাব্বানী, জামেয়া মাদানিয়া কাজিরবাজারের শিক্ষক মাওলানা আব্দুল খালিক, জামেয়া নূরুল হেরার মুহতামিম হাফিজ মাওলানা এখলাছুর রহমান, বাগবাড়ি মসজিদের ইমাম মাওলানা মুজ্জাম্মিল হক, নূরিয়া মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান, মাদরাসায়ে নূরুল কুরআনের শিক্ষক হাফিজ মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুল কাদির মাহদী প্রমুখ।

বার্ষিক সম্মেলন বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতা করায় ধর্মপ্রাণ মুসলমানদেরকে,বিশেষভাবে বাগবাড়ির যুব সমাজকে আন্তরিক মোবারকবাদ জানান জামিআ’ ফারুক্বিয়্যাহর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী।